ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বিগ্ন ইইউ : সংশোধনের আশ্বাস আইনমন্ত্রীর
২৬ জুলাই ২০২৩, ১৩:০৫ পিএম
বাংলাদেশে বিপুলসংখ্যক সাংবাদিক, ব্লগার ও অনলাইন একটিভিস্টদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এই আইন ও এই আইনের প্রয়োগ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) উদ্বিগ্ন বলে জানিছেন ( ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি আইনমন্ত্রী আনিসুল হক ও ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর।
ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের বিশেষ দূত ইমোন গিলমোরের সঙ্গে (২৫ জুলাই) সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক হয়। এরপরই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
গিলমোর বলেন, আইনমন্ত্রী আমাকে নিশ্চিত করেছেন, এ আইনটি সংশোধনে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে। আমরা আইনটি প্রকাশের অপেক্ষায় আছি। প্রকাশ হওয়ার পর আমরা আইনটি বিস্তারিতভাবে দেখব।
গিলমোর আরও বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনকে আমরা সবার আগে স্বাগত জানাতে চাই। ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে মানবাধিকার। অর্থনৈতিক প্রসঙ্গও পরিবর্তন হচ্ছে। কারণ পণ্য উৎপাদনে কোনো মানবাধিকার লঙ্ঘিত হয়েছে কি না; তা জানতে আগ্রহী ভোক্তা ও বিনিয়োগকারীরা।’
আমরা শ্রমিক সংগঠন নিয়ে কথা বলেছি। মন্ত্রী আমাকে বলেছেন যে, শ্রমিক সংগঠন গড়ার ক্ষেত্রে বাধাগুলো কমিয়ে আনা হয়েছে।
পরবর্তী জাতীয় নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইউরোপীয় ইউনিয়নের এই প্রতিনিধি বলেন, ‘আমরা আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেছি। ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল দুই সপ্তাহের বেশি এখানে ছিলেন। তারা প্রতিবেদন তৈরি করছেন। এখন হাইরিপ্রেজেনটেটিভ জোসেফ ব্যারেল সিদ্ধান্ত নেবেন, বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাবেন কি না। এর বেশি এখন কিছু বলতে চাই না।
এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ইইউ’র সাথে সম্পর্ক আরও জোরদার হবে। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আলোচনা হয়েছে। এটা সংশোধন হবে। আগামী সেপ্টেম্বরে সংশোধন হবে, সংসদে পাশ হবে। প্রস্তাবিত ডাটা প্রটেকশন আইন নিয়ে আলোচনা হয়েছে। ইসি নিয়ে নতুন আইন হয়েছে। এটা ইইউ’কে জানানো হয়েছে।