টিকটক করায় কন্যা শিশুকে পিটিয়ে হত্যা

Anweshan Desk

Anweshan Desk

২৭ জুলাই ২০২৩, ২১:২৭ পিএম


টিকটক করায় কন্যা শিশুকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও পোস্ট করায় কন্যা শিশুকে হত্যা করলেন এক বাবা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের দিওয়ানিয়াহ প্রদেশে।

সংযুক্ত আরম আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যম সুমেরিয় নিউজের প্রতিবেদনে বলা হয়, ১০ বছর বয়সী শিশুটি অনিচ্ছাকৃতভাবে একটি ভিডিও টিকটকে শেয়ার করেন, যা তার প্রদেশে ছড়িয়ে পড়ে। এ খবর ছড়িয়ে পড়ার পর ওই শিশুর বাবা তার মেয়েকে পিটিয়ে হত্যা করেন। ধারণা করা হচ্ছে, ওই শিশু নিজের মায়ের অ্যাকাউন্ট থেকেই টিকটকে ভিডিও শেয়ার করেছিল।

ওই শিশুর মা জানান, লোকলজ্জার ভয়েই তাঁর স্বামী মেয়েকে হত্যা করেন।  তিনি চেষ্টা করেও তাঁর মেয়েকে বাঁচাতে পারেননি।  

এ পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র জানায়, বাবার পিটুনি খাওয়ার পর ওই শিশুর মাথার খুলি, দাঁত ও ছয়টি পাঁজরের হাড় ভেঙে গেছে। এ ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ইরাকের শিশু ও নারী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো।

মত প্রকাশের স্বাধীনতা থেকে আরও


Link copied