শিশুকে যৌন নির্যাতন : যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের কারাদণ্ড

Anweshan Desk

Anweshan Desk

২৮ নভেম্বর ২০২৩, ১৯:৪২ পিএম


শিশুকে যৌন নির্যাতন : যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের কারাদণ্ড

ছবি : কারাদণ্ডপ্রাপ্ত ইমাম সাইদুর রহমান শামী‌ম

যুক্তরা‌জ্যে এক কন‌্যা শিশু‌কে যৌন নির্যাত‌নের দায়ে সাইদুর রহমান শামী‌ম (৩৬) নামক বাংলা‌দেশি বং‌শোদ্ভূত এক মস‌জি‌দের ইমাম‌কে ৮ বছর ৩ মাসের কারাদ‌ণ্ড দিয়েছে আদালত। একইসাথে সাউদাম্পটন ক্রাউন কোর্ট ওয়েস্টন-সুপার-মেরের ওয়াটারলু স্ট্রিটের ওই নির্যাতককে যৌন অপরাধীদের রেজিস্টারে অনির্দিষ্টকালের জন্য সই করার নির্দেশ দিয়েছেন আদালত।

সাউদাম্পটনের একটি মসজিদে ইমাম হিসেবে দা‌য়িত্ব পালন করার সময় নির্যাতক শামীম বছরের পর বছর ধরে যৌন নিপীড়ন ক‌রে‌ছেন শিশু‌দের,আদাল‌তে এমন অভিযোগ আনা হয়। তের বছ‌রের কম বয়সী দুই কন‌্যা শিশু‌কে যৌন নিপীড়নের দা‌য়ে জুরি বো‌র্ডের রা‌য়ে তাকে দোষী সাব্যস্ত কর‌া হয়।

কীভাবে ওই ইমাম বিশ্বাসের অপব্যবহার করে যৌন অপরাধ করেছেন তা শু‌নে আদালতে বিচারকরা হতভম্ব হ‌য়ে যান।

এক ভুক্তভোগী শিশুর বাবা আদালতে পড়া একটি বিবৃতিতে ব‌লেন, ‘শামী‌মের নির্যাত‌ন শিশু‌টি‌কে খুব দুর্বল ও উদ্বিগ্ন করে তোলে। ‌শিশু‌টির শৈশব কা‌টে বিপর্যস্ত অবস্থায়। যেসবের যন্ত্রণাদায়ক প্রভাব শিশ‌ু‌টির জীব‌নে দীর্ঘ সময়ের জন্য থেকে গেছে।’

ওই বাবা তার বক্ত‌ব্যে ব‌লেন, ‘মে‌য়ে‌টি আজ অবধি আমা‌কে আলিঙ্গন করতেও দ্বিধায় ভোগে।’

মানবাধিকার থেকে আরও


Link copied