আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১০ সেনাসহ নিহত ৩৪

Anweshan Desk

Anweshan Desk

২৫ জুলাই ২০২৩, ১৩:১৩ পিএম


আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১০ সেনাসহ নিহত ৩৪

আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া দাবানলের কারণে হাজারও মানুষ বাড়ি ছেড়েছেন। খবর আল-জাজিরার

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে দেশটির ১০ সেনা সদস্যও রয়েছেন। আগুন নেভানোর চেষ্টার সময় প্রাণ হারান তারা।

আলজেরিয়ার উত্তরাঞ্চল সাম্প্রতিক দিনগুলোতে রেকর্ড তাপপ্রবাহের মুখোমুখি হচ্ছে। এমনকি এই অঞ্চলের বেশিরভাগ স্থানে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

সোমবার উত্তর আফ্রিকার এই দেশটির ১৬ টি প্রদেশে ৯৭টি দাবানলের প্রাদুর্ভাব রেকর্ড করা হয়েছে। আর এই দাবানলে বন, ফসল এবং কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে হাজারও মানুষকে।

প্রায় ৮ হাজার দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।


Link copied