পাকিস্তানে বোমা বিস্ফোরণ : নিহত ৭

Anweshan Desk

Anweshan Desk

০৮ অগাস্ট ২০২৩, ২০:৩০ পিএম


পাকিস্তানে বোমা বিস্ফোরণ : নিহত ৭

পাকিস্তানের বেলুচিস্তানের পাঞ্জগুর জেলায় ল্যান্ডমাইন বিস্ফোরণে ইউনিয়ন কাউন্সিলের (ইউসি) চেয়ারম্যানসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। সোমবার রাতে জেলার বলগাটার এলাকায় এ ঘটনা ঘটে। খবর দ্য ডনের।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বালাগতর ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক আরও ছয়জনকে সঙ্গে নিয়ে একটি বিয়ের দাওয়াত থেকে নিজ গ্রামে ফিরছিলেন। পথে তুরবাত এলাকার চাকার বাজারের কাছে রাস্তার পাশে পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হলে তাঁর সবাই নিহত হন।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই সাতজনকে বহনকারী গাড়িটি শক্তিশালী একটি ল্যান্ডমাইন বিস্ফোরণের ফলে উড়ে যায়। গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়েছে। মোহাম্মদ ইসহাক ছাড়া নিহত অন্যরা হলেন মোহাম্মদ ইব্রাহিম, নাজিম, ফিদা হোসেন, সরফরাজ আলী, সফর খান ও মোহাম্মদ কাসিম।

জেলা প্রশাসক আমজাদ সোমরো পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে জানান, বালগাটার ইউসি চেয়ারম্যান ইশতিয়াক ইয়াকুব ও বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে আসা ব্যক্তিদের বহনকারী একটি গাড়িকে লক্ষ্য করে দুর্বৃত্তরা বিস্ফোরক স্থাপন করেছিল। গাড়িটি বলগাটার এলাকায় চাকর বাজারে পৌঁছালে বিস্ফোরক ডিভাইসটি বিস্ফোরিত হয়। এতে প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতরা বালতাগর ও পাঞ্জগুরের বাসিন্দা। নিহতদের মধ্যে চারজনের পরিচয় স্বজনরা নিশ্চিত করেছেন।

এই হামলার ঘটনায় নিষিদ্ধ বেলুচ লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) জড়িত থাকার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা। 


Link copied