আফগানিস্তানে সব রাজনৈতিক দল 'নিষিদ্ধ' করল তালেবান

Anweshan Desk

Anweshan Desk

১৭ অগাস্ট ২০২৩, ২০:৪৪ পিএম


আফগানিস্তানে সব রাজনৈতিক দল 'নিষিদ্ধ' করল তালেবান

আফগানিস্তানে রাজনৈতিক দলগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে তালেবান প্রশাসন। বুধবার তালেবান প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটিতে কার্যকর থাকা শরিয়াহ আইন বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর কোনো ভূমিকা নেই। তাই এসব দলের কার্যক্রম বন্ধ থাকবে। খবর দ্য ডন এর।

তালেবান সরকারের অন্তর্বর্তীকালীন বিচারমন্ত্রী শেখ মৌলভি আবদুল হাকিম শারায়ে বুধবার রাজধানী কাবুলে তার মন্ত্রণালয়ে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। কারণ, শরিয়াহ আইনে এসব দলের কোনো স্থান ও ভূমিকা নেই।

পরে বিচারমন্ত্রী আবদুল হাকিমের এ ঘোষণা বিবৃতি আকারে প্রকাশ করা হয়৷ তালেবান নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ওই বিবৃতি প্রচার করে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, এমন ঘোষণা এটাই প্রমাণ করে যে আফগানিস্তানে বহুপক্ষীয় রাজনৈতিক চর্চা বন্ধ করতে চায় তালেবান। সেই সঙ্গে রাষ্ট্রক্ষমতায় নিজেদের একচেটিয়া অধিকার ধরে রাখতে চায় তারা।

আন্তর্জাতিক থেকে আরও


Link copied