নিকাব পরে স্কুলে যাওয়া নিষিদ্ধ করল মুসলিম প্রধান মিশর
১২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৬ এএম
মিশরে স্কুলে ছাত্রীরা নিকাব পরে যেতে পারবে না। সম্প্রতি এমনই ঘোষণা দিয়েছে মুসলিম প্রধান এই দেশটির সরকার। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে। খবর মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এর।
দেশটির শিক্ষামন্ত্রী রেদা হেগাজি সোমবার (১১ সেপ্টেম্বর) এই ঘোষণা দেন। তিনি বলেন, মাথায় পর্দার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই। তবে মুখ ঢেকে রাখা যাবে না। এ ব্যাপারে ছাত্রীদের অভিভাবকদের সচেতন হতে হবে। তবে এ নিয়ে কোনো চাপ দেওয়া যাবে না।
মিসরে অনেক বছর ধরেই স্কুলে নিকাব পরা নিয়ে বিতর্ক চলছে। মিশরের সরকারি ও বেসরকারি অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যেই নিকাব পরা নিষিদ্ধ করেছে।
কায়রো বিশ্ববিদ্যালয় ২০১৫ সাল থেকে টিচিং স্টাফদের মুখ ঢাকা আবরণ পরা নিষিদ্ধ করেছে। ২০২০ সালে মিসরের একটি আদালত এই নিষেধাজ্ঞা অনুমোদন করেছে।
এবারের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন মিশরীয়রা। আলেকজান্দ্রিয়ার এক ব্যবসায়ী বলেন, তিনি স্কুলে নিকাব পরে যাওয়ার বিরুদ্ধে। কেননা এতে স্কুলের কার্যক্রমে বিঘ্ন ঘটে। এই সিদ্ধান্তকে সমর্থন দিয়েছেন তিনি।
কিন্তু এক সিভিল ইঞ্জিনিয়ার এই সিদ্ধান্তের বিরুদ্ধে মত দিয়েছেন। তিনি বলেন, কে কি পরবে না পরবে তা তার নিজস্ব ব্যাপার। মিশর একটি মুসলিম দেশ। এখানে নিকাব পরা যেতেই পারে।
২০০৯ সালের ৯ই অক্টোবর মিশরে একটি অত্যন্ত আবেগপ্রবণ প্রতিক্রিয়া ঘটেছিল যখন দেশটির শীর্ষ ইসলামী স্কুল ও বিশ্বের সুন্নি ইসলামের শীর্ষস্থানীয় স্কুল আল-আজহার ইউনিভার্সিটি এর সকল অধিভুক্ত স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শ্রেণীকক্ষ ও ছাত্রীবাসে নিকাব পরা নিষিদ্ধ করা হয়।