হামাসের হামলায় ইজরায়েলে ১০ নেপালি শিক্ষার্থী নিহত

Anweshan Desk

Anweshan Desk

০৯ অক্টোবর ২০২৩, ১৫:৪০ পিএম


হামাসের হামলায় ইজরায়েলে ১০ নেপালি শিক্ষার্থী নিহত

ইজরায়েলের দক্ষিণাঞ্চলে শনিবার গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় নেপালের অন্তত ১০ শিক্ষার্থী নিহত হয়েছেন। এর সত্যতা রবিবার সংবাদমাধ্যম সিএনএনকে নিশ্চিত করেছেন নেপালি রাষ্ট্রদূত।

নেপালের রাষ্ট্রদূত কান্ত রিজাল জানিয়েছেন, ‘নিহতরা অ্যালুমিম কিবুতজের কৃষি বিভাগের শিক্ষার্থী। আরও একজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।’

শনিবার সকাল থেকে হামাসের সঙ্গে ইজরায়েলি বাহিনীর তুমুল লড়াই চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হামাসের অপ্রত্যাশিত হামলায় এ পর্যন্ত ৬০০ ইজরায়েলি নিহতের খবর পাওয়া গেছে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্যমতে, অবরুদ্ধ গাজায় ইজরায়েলি বিমান হামলায় ৪ শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

শনিবার সকালে কয়েকশ’ ফিলিস্তিনি যোদ্ধা গাজা উপত্যকার সীমানা অতিক্রম করে ইজরায়েলে প্রবেশ করে। তারা স্থল, সাগর ও আকাশ পথে প্রবেশ করে ইজরায়েলি শহর, থানা দখল করে বিস্ময় ছড়ায়। একই সঙ্গে তারা কয়েক হাজার রকেট ছুড়ে ইসরায়েলি ভূখণ্ডে। হামাসের পক্ষ থেকে সব ফিলিস্তিনি সংগঠন ও তাদের মিত্রকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। হামাস ও ইজরায়েলি বাহিনীর সংঘাতে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে।


Link copied