১৫০০ হামাস সদস্যের মৃতদেহ উদ্ধারের দাবি ইজরায়েলের
১০ অক্টোবর ২০২৩, ২২:২৩ পিএম
শনিবার থেকে শুরু হওয়া ফিলিস্তিনের গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের চলমান যুদ্ধে এখন পর্যন্ত দুই পক্ষের ১৬০০ এর বেশি মানুষ মারা গেছে। এর মধ্যে সীমান্তে অনুপ্রবেশকারীদের হটিয়ে সীমান্ত এলাকা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
এবার ইসরায়েলে এবং গাজা উপত্যকার আশপাশে দেড় হাজার হামাস যোদ্ধার মরদেহ পাওয়া গেছে বলে দাবি জানিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানায়।
দেশটির সামরিক মুখপাত্র রিচার্ড হেচ্ট সাংবাদিকদের বলেন, গাজা উপত্যকার আশেপাশে ইসরায়েলে প্রায় ১৫০০ হামাস জঙ্গিদের মৃতদেহ পাওয়া গেছে।
রিচার্ড হেচট আরও বলেন, তাঁরা জানেন, গতকাল সোমবার রাত থেকে কেউ (হামাস সদস্য) গাজা থেকে ইসরায়েলে অনুপ্রবেশ করেনি। তবে অনুপ্রবেশের ঘটনা এখনো ঘটতে পারে।
রিচার্ড হেচট বলেন, গাজা সীমান্তের আশপাশের সব সম্প্রদায়কে সরিয়ে নেওয়ার কাজ প্রায় সম্পন্ন করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
'গত রাত থেকে আমাদের জানামতে গাজা থেকে কেউ প্রবেশ করেনি। তবে অনুপ্রবেশ ঘটতে পারে,' তিনি যোগ করেন।