বেলজিয়ামে জঙ্গি হামলা: ২ সুইডিশ নাগরিক নিহত

Anweshan Desk

Anweshan Desk

১৭ অক্টোবর ২০২৩, ১৩:৩০ পিএম


বেলজিয়ামে জঙ্গি হামলা: ২ সুইডিশ নাগরিক নিহত

বেলজিয়ামের ব্রাসেলসে বন্দুকধারী এক জঙ্গির গুলিতে দুজন নিহত হয়েছেন। নিহতরা সুইডিস নাগরিক। এছাড়া একজন আহত হয়েছেন। খবর রয়টার্স এর

গুলি চালানোর পর সন্দেহভাজন বন্দুকধারী পালিয়ে গেছে। তবে নিজেকে ইসলামিস্ট স্টেটের সদস্য হিসেবে পরিচয় দিয়ে অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে হামলাকারী এর দায় স্বীকার করেছে।

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী হাদজা লাহবিব এক্স  এ পোস্ট করে জানিয়েছেন, " আমরা এই সন্ত্রাসী হামলায় উদ্বিগ্ন যেটি ব্রাসেলসের কেন্দ্রস্থলে দুইজনের প্রাণ কেড়ে নিয়েছে ।" "মৌলবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় সমস্ত উপায়কে একত্রিত করতে হবে। হামলায় ভুক্তভোগী, তাদের পরিবার এবং আমাদের পুলিশ বাহিনীর প্রতি সহানুভূতি প্রকাশ করছি ," যোগ করেন মন্ত্রী।

এ ঘটনায় বেলজিয়ামে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি স্টেডিয়ামে বেলজিয়ামের সঙ্গে সুইডিশ জাতীয় দলের একটি ফুটবল ম্যাচ ছিল। নিহতরা  সুইডিশ ফুটবল দলের ভক্ত ছিল বলে একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

এ ঘটনার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। সেখানকার একটি স্টেশনে এক যুবককে বন্দুক দিয়ে গুলি ছুড়তে দেখা যায়।

আন্তর্জাতিক থেকে আরও


Link copied