ইজরায়েলের বিমান হামলায় হামাসের নিরাপত্তা বাহিনীর প্রধান নিহত
২০ অক্টোবর ২০২৩, ০০:০৮ এএম
ইজরায়েলের বিমান হামলায় হামাসের জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রধান জিহাদ মহেসিন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) গাজার শেখ রেদওয়ান এলাকায় বিমান হামলায় তিনি নিহত হন। খবর আল জাজিরার।
আল জাজিরার খবরে বলা হয়, জিহাদ মহেসিনের বাসভবন লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় মহসিন এবং তার পরিবারের সদস্যরা নিহত হয়েছেন।
এছাড়া বিমান হামলায় হামাসের অন্যতম প্রতিষ্ঠাতা আব্দেল আজিজ আল-রানতিসির বিধবা স্ত্রী জামিলাও নিহত হন। আব্দেল আজিজ ২০০৪ সালের এক বিমান হামলায় নিহত হয়েছিলেন।
জামিলা হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রথম নারী সদস্য ছিলেন। ৬৮ বছর বয়সী জামিলা আল-শান্তি (উম আব্দুল্লাহ) গাজায় হামাস আন্দোলনের নারী শাখা প্রতিষ্ঠা করেছিলেন এবং রাজনৈতিক ব্যুরোর প্রথম নারী সদস্য ছিলেন।