গাজা সিটি ঘিরে ফেলেছে ইজরায়েলি সেনাবাহিনী
০৩ নভেম্বর ২০২৩, ১৪:০৭ পিএম

হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজা সিটি চারপাশ থেকে ঘিরে ফেলেছে ইজরায়েলি সেনাবাহিনী। এখন সেখানে চূড়ান্ত অভিযান চালানো সময়ের ব্যাপার মাত্র। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ইজরায়েল। খবর বিবিসির।
ইজরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, ইজরায়েলি সেনারা গাজা সিটি ঘিরে ফেলার কাজ পুরোপুরি শেষ করেছে।
জাতিসংঘ জানিয়েছে, তাদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হওয়া চারটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় পানি সংকট আরো তীব্র হচ্ছে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
এদিকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইজরায়েলি হামলায় ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
এর আগে ইজরায়েলি সেনাবাহিনী জানায়, তারা বৃহস্পতিবার প্রায় ১৩০ জন হামাস সদস্যকে হত্যা করেছে। এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমরা সাফল্য পাচ্ছি এবং গাজা শহরের দিকে এগিয়ে চলেছি।
এদিকে দ্বিতীয় দিনের মতো রাফাহ সীমান্ত খুলে দেওয়ায় বিদেশি অনেক কূটনীতিক গাজা ছাড়তে পেরেছেন্। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ৭০ জন মার্কিন নাগরিক এদিন গাজা ত্যাগ করেন।
ডক্টরস উইথআউট বর্ডার জানিয়েছে, প্রায় ২০ হাজার আহত জনসাধারণ এখনো গাজায় আটকা পড়েছে।