উত্তরাঞ্চলের পর এবার গাজার দক্ষিণাঞ্চল গুড়িয়ে দিচ্ছে ইজরায়েল

Anweshan Desk

Anweshan Desk

০৩ ডিসেম্বর ২০২৩, ১১:১৬ এএম


উত্তরাঞ্চলের পর এবার গাজার দক্ষিণাঞ্চল গুড়িয়ে দিচ্ছে ইজরায়েল

যুদ্ধবিরতির পর ফের শুরু হওয়া ইজরায়েলি হামলায় প্রায় ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা মোট ১৫ হাজার ২০০ ছাড়িয়ে গেছে।

গতকাল শনিবার ইজরায়েল জানিয়েছে, যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজায় ৪০০টি লক্ষ্যবস্তুতে তারা আঘাত হেনেছে। এর মধ্যে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে বেশ কিছু হামলা চালানো হয়েছে। বড় ধরনের হামলার অংশ হিসেবে শুধু শুক্রবার দিবাগত রাতেই ৫০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পূর্বেই এমন হুশিয়ারি দিয়েছিলেন। তার দাবি ছিলো, হামাস চুক্তি ভঙ্গ করেছে। 

গাজায় ইজরায়েলের টানা ৪৭ দিনের হামলার পর ২৪ নভেম্বর প্রথম দফায় চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। এ যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র। এরপর দুই দফায় মোট তিন দিন বাড়ানো হয় যুদ্ধবিরতির মেয়াদ।

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আন্তর্জাতিক চাপ ও হামাসের পক্ষ থেকে নতুন করে প্রস্তাব দেওয়া সত্ত্বেও রাজি হয়নি ইজরায়েল। গত শুক্রবার সকাল থেকে গাজায় আবার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

 

 

আন্তর্জাতিক থেকে আরও


Link copied