জাবালিয়ার পর এবার গাজার নুসেইরাত ক্যাম্পে ইজরায়েলি হামলা : নিহত ২৫
১৮ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৩ পিএম
অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া ক্যাম্পে হামলার পরপরই মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী ক্যাম্পে বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। এতে ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাংবাদিকও রয়েছেন বলে আল জাজিরার খবর এ জানা যায়।
সংবাদমাধ্যমটি জানায়, গাজার মধ্যাঞ্চলীয় নুসেইরাত শরণার্থী ক্যাম্পে ইজরায়েলি হামলায় ২৫ জন নিহত হয়েছেন। হামলার পর প্রাথমিকভাবে ১৫ জনের নিহত হওয়ার কথা জানানো হলেও পরে তা বেড়ে ২৫ জনে পৌঁছায়।
আল জাজিরার ধারণ করা এক ভিডিওতে, মারাত্মক এই হামলার পর বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং অসংখ্য বেসামরিক উদ্ধারকারীকে সরু ও অন্ধকার গলির মধ্য দিয়ে দৌড়াতে দেখা গেছে। অন্যদের শারীরিকভাবে আহত ব্যক্তিদের বহন করতে বা অস্থায়ী স্ট্রেচার ব্যবহার করতে দেখা গেছে।
এছাড়া পৃথক ভিডিওতে সর্বশেষ ইজরায়েলি হামলা থেকে বেঁচে যাওয়া আরও বেশি লোককে খুঁজে বের করার জন্য বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং বাসিন্দাদের ধ্বংসস্তূপের মধ্যে অব্যাহতভাবে তল্লাশি করতে দেখা যায়।