সুনামগঞ্জে ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে হিন্দুগ্রামে হামলা-লুটপাট

Anweshan Desk

Anweshan Desk

০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪ এএম


সুনামগঞ্জে ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে হিন্দুগ্রামে হামলা-লুটপাট

ছবি : সংখ্যালঘুদের বাড়ি ও দোকানপাটে হামলার ছবি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এক হিন্দু যুবকের ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১০টায় উগ্রবাদী তৌহিদী জনতা জড়ো হয়ে বিক্ষোভ করতে করতে ওই হিন্দু যুবকের বাড়ির দিকে রওয়ানা হয়। পরে গ্রামের বেশ কিছু ঘরবাড়িতে ভাঙচুর, লুটপাট ও হামলা চালায়। হিন্দু সম্প্রদায়ের অনেক নারী ও শিশুরা হাওর, ধান ক্ষেত ও বিলে পালিয়ে গেছেন বলেও জানান স্থানীয়রা।

এদিকে পোস্টের পর আকাশ দাস নামক ওই যুবককে পুলিশ গ্রেফতার করে এবং পরবর্তীতে রাত প্রায় আড়াইটার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় আকাশ দাস নামের ওই যুবক একটি পোস্টের কমেন্টে কোরআন শরীফের একটি পৃষ্ঠার উপর পা রাখা ছবি দিয়ে কমেন্ট করে 'নে এবার '। তবে কার পোস্টে এমন কমেন্টস করেছে তা জানা যায় নি।

দোয়ারাবাজার লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক খোকন রায় বলেন, 'যে যুবকের বিরুদ্ধে ধর্ম অবামনানার অভিযোগ উঠেছে তার বাড়ি উপজেলার মংলারগাও গ্রামে। মঙ্গলবার রাতে ওই গ্রামের অন্তত ত্রিশটি হিন্দু বাড়ি ভাঙচুর করা হয়েছে। এরপর মিছিল নিয়ে বাজারে এসে শতাধিক হিন্দু দোকান ভাঙচুর করা হয় ও ৪/৫ টি স্বর্ণের দোকান লুট করা হয়।'

তিনি দাবি করেন, 'বিক্ষোভরত হামলাকারীরা লোকনাথ মন্দির ভাঙচুর চালিয়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে।'

ওই রাতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা গৌর দাসের বাসভবন ও পারিবারিক মন্দিরে হামলা চালানো হয় ও ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন খোকন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক জানান, ফেসবুকে কমেন্টের পর উত্তেজনা দেখা দেয়ায় যুবককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এরপরও ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। উত্তেজিত মুসলিম জনতাকে থামাতে কাজ করছে পুলিশ। কিছু হিন্দু বাড়িতে হামলা হয়েছে।

সাক্ষাৎকার থেকে আরও

কোনো খবর পাওয়া যায়নি


Link copied