ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে কবি গালিব গ্রেফতার

Anweshan Desk

Anweshan Desk

১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৮:০৫ পিএম


ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে কবি গালিব গ্রেফতার

ছবি : কবি সোহেল হাসান গালিব

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলামের নবীকে নিয়ে কটুক্তিমূলক কবিতা লেখার অভিযোগে ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষক ও কবি সোহেল হাসান গালিবকে গ্রেফতার করে পুলিশ।  বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে কবি সোহেল হাসান গালিবকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

শুক্রবার (১৫ই ফেব্রুয়ারি) বিকালে কবি গালিবকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গালিবের বড় ভাই নাজমুল হুদা সেতু বলেন, "গত কয়েকদিন থেকেই ফেসবুকে বিভিন্ন হুমকি পাওয়ার পর থেকে নিরাপত্তাহীনতায় ছিল গালিব, আমাদেরও সেকথা জানিয়েছিল।"

"গালিবকে বৃহস্পতিবার রাতেই পুলিশ নিয়ে গেছে। শুনেছি আজ (শুক্রবার) তাঁকে আদালতেও তুলেছে। মবের ভয়ে আমরা এরপর আর কোনোও খোঁজ নিতে পারিনি, আদালতেও যেতে পারিনি।"

এর আগে গত বুধবার সোহেল হাসান গালিবের বিরুদ্ধে তাঁর ফেসবুক পোস্টে নবী মুহাম্মদ এর প্রতি কটুক্তি করার অভিযোগে লিখিত প্রতিবাদ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল নামে একটি সংগঠন।

প্রেরক ইমরান হোসেন দাওয়াহ সার্কেলের পক্ষে প্রতিবাদ লিপিতে লিখেছেন, "স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে, নবী (স.)-এর নামে কোনো ধরনের অবমাননা বা কটুক্তি বরদাশত করা হবেনা। তাঁর (সোহেল হাসান) এই অপমানজনক মন্তব্যে শুধু মুসলিম সমাজ নয়, বরং সমগ্র মানবতার অনুভূতি মারাত্মকভাবে আহত হয়েছে।"

বিবৃতিতে সোহেল হাসান গালিবের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

এর আগে মঙ্গলবার রাতে ঢাকা কলেজের বেশ কিছু শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে গালিবকে গ্রেপ্তারের দাবি জানায়।

সাক্ষাৎকার থেকে আরও

কোনো খবর পাওয়া যায়নি


Link copied