দুর্গাপুজা না আসতেই ঝিনাইদহে প্রতিমা ভাঙা শুরু
০৩ অক্টোবর ২০২৩, ২৩:৩১ পিএম
ঝিনাইদহে আসন্ন শারদীয় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর শুরু হয়েছে। সোমবার রাতের কোনো এক সময় জেলার সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের পোড়াহাটি গ্রামের বারোইপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের এই ভাংচুরের ঘটনা ঘটে। এসময় কয়েকটি প্রতিমা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
মন্দির কমিটির সভাপতি প্রভাত অধিকারী ও পোড়াহাটি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার কুন্ডু জানান, শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছিলো। মন্দির কমিটির স্বেচ্ছাসেবকরা রাতে পাহারাও দিতো। গত রাতে যখন তারা খেতে যায় এই সুযোগে কে বা কারা মন্দিরে ঢুকে প্রতিমা ভেঙে চলে যায়। সকালে বিষয়টি নজরে আসে।
স্থানীয়রা এই ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আটকের দাবি জানিয়েছেন।
ঝিনাইদহ সদর সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, পুলিশ ও গোয়েন্দারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাতে পাহারার ব্যবস্থা ছিলো। তারা খেতে যাওয়ার সুযোগে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। আমরা তদন্ত করছি। খুব দ্রুতই জড়িদের গ্রেপ্তার করা হবে।