নাটোরে ইসলামের নবীকে নিয়ে কটুক্তির অভিযোগে যুবক গ্রেফতার

Anweshan Desk

Anweshan Desk

১৭ মার্চ ২০২৫, ১৯:১৮ পিএম


নাটোরে ইসলামের নবীকে নিয়ে কটুক্তির অভিযোগে যুবক গ্রেফতার

ছবি : অভিযুক্ত সাকিবুল হাসান স্বচ্ছ

নাটোরের সিংড়ায় ইসলামের নবীকে নিয়ে কটুক্তির অভিযোগে সাকিবুল হাসান স্বচ্ছ নামক এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে সাকিবুলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাকিবুল হাসান স্বচ্ছ উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের সোয়াইর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তিনি ফেসবুকে ইসলামের নবীর বাল্যবিবাহ নিয়ে সমালোচনা করে পোস্ট করায় উত্তেজিত এলাকাবাসী তার বিরুদ্ধে কটুক্তির অভিযোগ এনে কঠোর শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ করে। পরে পুলিশ তাকে গ্রেফতার করপ পরিস্থিতি স্বাভাবিক করে।

সাকিবুল হাসানকে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক জানান, সাকিবুল হাসান স্বচ্ছ একজন ইসলাম ধর্মবিরোধী মানুষ। তিনি বিভিন্ন সময় ইসলাম ধর্মবিরোধী উস্কানিমূলক কথাবার্তা বলেন। গত ১৪ মার্চ সাকিবুল শাহবাগে আন্দোলন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন ও কমেন্টে নবীকে নিয়ে কটুক্তি করেন। বিষয়টি নিয়ে স্থানীয়রা তাঁকে নিষেধ করেও কোনো সমাধান হয়নি। পরে স্থানীয়রা সাকিবুল হাসান স্বচ্ছর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ করেন।

পুলিশ আরও জানায়, ক্ষুব্ধ এলাকাবাসীর মধ্যে তিনজন স্বচ্ছ ও তাঁর বোন উম্মে আমারা ইসলাম সুখির বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের পর পুলিশ সাকিবুল হাসান স্বচ্ছর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় থানায় অবস্থান করা মানুষজন সাকিবুল হাসান স্বচ্ছর কঠোর শাস্তির দাবি করে স্লোগান দেয়। পরে পুলিশ বিক্ষোভকারীদের আশ্বাস দিলে তাঁরা থানা থেকে চলে যায়।

ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন থেকে আরও


Link copied