যৌন হয়রানির দায়ে দুই মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
২৬ অগাস্ট ২০২২, ০৪:২৬ এএম
একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রেজাউল করিম ও তৌহিদুল ইসলাম নামে দু'জন মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের বুজরুগ ভারুনিয়া দাখিল মাদ্রাসায় ঘটনাটি ঘটেছে বলে খবর পাওয়া যায়।
সূত্র মারফত জানা যায়, ঐ দাখিল মাদ্রাসার একাধিক ছাত্রীকে প্রায়শই বিভিন্নভাবে যৌন নিপীড়ন ও মানসিকভাবে উত্ত্যক্ত করে আসছিলেন ঐ বিদ্যালয়ের ইবতেদায়ি কারী শিক্ষক রেজাউল করিম ও জুনিয়র শিক্ষক তৌহিদুল ইসলাম। তারা কারণে অকারণে একাধিক ছাত্রীকে নানা রকম ইঙ্গিতপূর্ণ ও অশালীন কথাবার্তা বলেতেন। প্রতিনিয়ত বিভিন্ন অজুহাতে ছাত্রীদের ডেকে তাদের শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দিতেন। সম্প্রতি তৃতীয় শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে যৌন নিপিড়ন করলে ওই ছাত্রী মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়ে।
পরে ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট থানায় যৌন নিপীড়ন সংক্রান্ত একটি মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবার ও স্থানীয় এলাকাবাসী অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে।