চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার প্রধান শিক্ষক
২৩ নভেম্বর ২০২২, ২৩:২৫ পিএম
চট্টগ্রাম ১২ বছর বয়সী এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে এক মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ওই শিক্ষকের নাম জোবাইর হোসেন (২৮)। তিনি নগরীর সিরাজউদ্দৌলা সড়কের জয়নাব কলোনির হযরত জয়নাব হেফজুল কোরআন নুরানী মাদরাসার প্রধান শিক্ষক। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। আক্রান্ত শিক্ষার্থীর বাড়ি জেলার বোয়ালখালী উপজেলায়। থাকেন নগরীর বাকলিয়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, জয়নাব কলোনির আবাসিক মাদরাসাটিতে হেফজ ও বাংলা এই দুই মাধ্যমে পড়ালেখা হয়। ভুক্তভোগী ছাত্রটি ওই মাদরাসায় হেফজ শ্রেণির পাশাপাশি বাংলা মাধ্যমে চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করে। গত ১১ থেকে ২২ নভেম্বর মাদরাসার প্রধান শিক্ষক জোবাইর হোসেন ১২ বছর বয়সী ওই ছাত্রকে রুমে ডেকে নিয়ে যৌন নির্যাতন করেন। মঙ্গলবার সকালে ওই ছাত্র অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়িতে পাঠানো হয়। বাসায় গিয়ে ছেলেটি তার পরিবারকে বিষয়টি জানায়। এ ঘটনায় ছাত্রের মা ওই শিক্ষককে আসামি করে মামলা করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুল হাসান বলেন, মামলার পর ওই শিক্ষককে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।