ফেনীতে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানি : শিক্ষক গ্রেফতার

Anweshan Desk

Anweshan Desk

০২ মার্চ ২০২৩, ১৮:১১ পিএম


ফেনীতে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানি : শিক্ষক গ্রেফতার

অভিযুক্ত শিক্ষক খালেদ সাইফুল্লাহ

ফেনীতে এক মাদ্রাসাছাত্রীকে (৮) যৌন হয়রানির অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটির মায়ের করা মামলায় বৃহস্পতিবার আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন। 

গ্রেপ্তার শিক্ষকের নাম খালেদ সাইফুল্লাহ (২১)। তাঁর বাড়ির ভোলার দৌলতখান উপজেলায়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ফেনী পৌরসভা এলাকার একটি মাদ্রাসায় আরবি ও বাংলা পড়ান অভিযুক্ত খালেদ সাইফুল্লাহ। গতকাল সকাল ১০টার দিকে মাদ্রাসার ক্লাস শেষ হলে খালেদ সাইফুল্লাহ দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীকে তাঁর কাছে নিয়ে পড়ার কথা বলে যৌন হয়রানি করেন।

এমনকি তিনি ঘটনাটি কাউকে না বলার জন্য ওই ছাত্রীকে নানা ধরনের ভয়ভীতি দেখান ও হুমকি দেন। তবে বাসায় ফিরেই ওই ছাত্রী বিষয়টি তার মাকে জানায়। পরে ওই ছাত্রীর মা মাদ্রাসায় গিয়ে সেখানকার অন্য শিক্ষকদেরও বিষয়টি অবহিত করেন। পরে তিনি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফেনী সদর মডেল থানায় একটি মামলা করেন।

এরপর পুলিশ অভিযান চালিয়ে ওই শিক্ষককে গ্রেপ্তার করে বলে জানান ওসি নিজাম উদ্দিন।

জাতীয় থেকে আরও


Link copied