গাজীপুরে মাদ্রাসা থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
৩১ মে ২০২৩, ১৩:২৭ পিএম

গাজীপুরের দক্ষিণ ছায়াবীথি এলাকার একটি মাদ্রাসার ভেতর থেকে গলায় গামছা লাগানো অবস্থায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দক্ষিণ ছায়াবীথি এলাকার ইশায়াতুল কুরআন মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
মরদেহ উদ্ধারের সময় ওই মাদ্রাসার কোন শিক্ষক ও অন্য কোনো শিক্ষার্থীকে পাওয়া যায়নি। জানা যায়নি নিহত শিক্ষার্থীর পরিচয়ও।
পুলিশ জানায়, মাদ্রাসার হেফজখানার এক শিক্ষার্থীর মরদেহ মাদ্রাসার ভেতরে পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাঠানো হয় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। মাদ্রাসার একটি কক্ষের ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে।
জিএমপির সদর মেট্রো থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ জানান, ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, সেটা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।