জ্বিন ছাড়ানোর নামে গৃহবধূকে যৌন হয়রানি : ইমাম গ্রেফতার

Anweshan Desk

Anweshan Desk

১১ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৬ এএম


জ্বিন ছাড়ানোর নামে গৃহবধূকে যৌন হয়রানি : ইমাম গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়  ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক গৃহবধূকে জিনের আছর থেকে রক্ষা পেতে গ্রামের মসজিদের ইমামের কাছে ঝাড়-ফুঁক নিতে যান। এ সময় জ্বিন ছাড়ানোর নামে ঘরের বাতি বন্ধ করে ওই গৃহবধূকে যৌন হয়রানি করেন ওই ইমাম। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করে।

রোববার (১০ সেপ্টেম্বর) ওই ইমামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ফরিদ উদ্দীন (৩৭) পাঁচবিবি উপজেলার কামার গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মসজিদের ইমাম। পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কিছুদিন থেকে রাতে ঘুমের মধ্যে ওই গৃহবধূ জিন-ভূতের আছর ও খারাপ স্বপ্ন দেখে ভয় পেতেন। এ ব্যাপারে মসজিদের ইমাম ফরিদ উদ্দীনের শরণাপন্ন হলে ফরিদ উদ্দীন ওই গৃহবধূকে নিয়ে তার বাসায় আসতে বলেন।

ইমামের কথা মতো শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে গৃহবধূকে নিয়ে তার মা ওই মসজিদের ইমামের ঘরে নিয়ে যায়। পরে গৃহবধূকে মেঝেতে বসতে বলে তার মা ও সঙ্গে থাকা ব্যক্তিকে বাইর থেকে বোতলে পানি আনতে বলেন। এই সুযোগে মসজিদের ওই ইমাম ঘরে বাতি বন্ধ করে জিন ছাড়ার নামে গৃহবধূকে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টা করে। পরে বাড়ি ফিরে ওই গৃহবধূ পরিবারের সবাইকে জানালে তার মা বাদী হয়ে থানায় মামলা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ইমামকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

জাতীয় থেকে আরও


Link copied