পোশাক শ্রমিকদের উপর পুলিশের সহিংসতা ও মৃত্যু নিয়ে মার্কিন শ্রম দপ্তরের নিন্দা

Anweshan Desk

Forhad Hossain Fahad

১০ নভেম্বর ২০২৩, ১৮:৫৭ পিএম


পোশাক শ্রমিকদের উপর পুলিশের সহিংসতা ও মৃত্যু নিয়ে মার্কিন শ্রম দপ্তরের নিন্দা

ন্যায্য মজুরির দাবীতে আন্দোলকারী পোশাক শ্রমিকদের ওপর আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সহিংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের আন্তর্জাতিক বিষয়াবলীর আন্ডার সেক্রেটারি থিয়া লি। এ ব্যাপারে বুধবার (৮ নভেম্বর) তিনি একটি বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘নূন্যতম মজুরি নির্ধারণ নিয়ে শ্রমিক ও শ্রমিক ইউনিয়ন নেতাদের ওপর ভয়াবহ হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তর খুবই উদ্বিগ্ন। গত ৩০ অক্টোবর শ্রমিক রাসেল হাওলাদার এবং বুধবার (৮ নভেম্বর) আঞ্জুয়ারা খাতুনের ওপর পুলিশের গুলি চালানোর নিন্দা জানাচ্ছে শ্রম দপ্তর।’

বিবৃতিতে তিনি আরও বলেছেন ’সম্মলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সদস্য ও ডিজাইন এক্সপ্রেস ফ্যাক্টরির ২৬ বছর বয়সী মেনটেনেন্স অপারেটর রাসেল হাওলাদার ৩০ অক্টোবর নিহত হন। এছাড়া দুই সন্তানের জননী আঞ্জুয়ারাও আন্দোলনে প্রাণ হারান।’

‘আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি শ্রমিকদের স্বাধীনতাকে সম্মান জানান, তাদের ওপর সহিংস হামলা বন্ধ করুন এবং রাসেল ও আঞ্জুয়ারার মৃত্যুর ক্ষেত্রে পুলিশের সংশ্লিষ্টতার ব্যাপারে তদন্ত করুন।’

বিবৃততে শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয়টি পুনর্বিবেচনার আহ্বানও জানিয়েছে মার্কিন শ্রম দপ্তর। এছাড়া পরবর্তীতে এ ধরনের সহিংসতা এড়াতে বর্তমান শ্রম আইন সংশোধনের কথাও বলা হয়। 

উল্লেখ্য, গাজীপুরের বাসন থানা এলাকায় বেতন ভাতা বাড়ানোর দাবিতে গার্মেন্টস শ্রমিকদের করা আন্দোলনে পুলিশের গুলিতে আহত রাসেল হাওলাদার নামের এক শ্রমিক চিকিৎধীন অবস্থায় মারা যান। সোমবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া, গাজীপুরের কোনাবাড়ী এলাকায় পোশাক তৈরির কারখানা থেকে বাসায় ফেরার পথে শ্রমিক বিক্ষোভের মধ্যে পড়ে পুলিশের গুলিতে প্রাণ হারান মোসা. আঞ্জুয়ারা খাতুন। বুধবার (৮ নভেম্বর) সকালে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। কোনাবাড়ীর ইসলাম গার্মেন্টসে সেলাই মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন আঞ্জুয়ারা। তার স্বামী পাশের একটি গার্মেন্টস কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।

জাতীয় থেকে আরও


Link copied