মাদ্রাসায় ৪ শিশুকে যৌন নির্যাতন : শিক্ষক গ্রেফতার
১৪ নভেম্বর ২০২৩, ২০:৪২ পিএম

ছবি : পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত শিক্ষক ওমর ফারুক
চট্টগ্রাম নগরীর বন্দর থানার একটি কওমি মাদ্রাসায় চার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন ও বলাৎকার চেষ্টার অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বন্দর থানার কলসীদিঘীর পাড় এলাকায় অবস্থিত মার্কাজুল হুফফাজ মাদরাসায় গত ২০ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে চার মাদ্রাসাশিক্ষার্থীর ওপর যৌন নিপীড়ন ও বলাৎকার চেষ্টার অভিযোগ ওঠে।
অভিযুক্ত শিক্ষক ওমর ফারুকের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, অভিযুক্ত ওই শিক্ষক মাদরাসার চার শিক্ষার্থীকে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করেন। এর মধ্যে এক শিক্ষার্থী তার পরিবারকে বিষয়টি জানালে তারা মাদরাসার পরিচালককে বিষয়টি জানান। এরপর সবাই মিলে ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করলে তিনি যৌন নির্যাতনের বিষয়টি স্বীকার করেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ওমর ফারুক মাদরাসার শিক্ষার্থীদের যৌন নির্যাতনের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে।