অবৈধভাবে বসবাস ও অর্থপাচারের অভিযোগে মুম্বাইয়ে ৯ বাংলাদেশি গ্রেফতার
১৪ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৭ পিএম
অবৈধভাবে বসবাসসহ একাধিক অভিযোগে বুধবার (১৪ ডিসেম্বর) ভারতের মুম্বাইয়ের সেউরই এলাকায় অভিযান চালিয়ে ৯ গ্রেপ্তার করা হয়।
প্রতিবেদনে বলা হয়, বৈধ কাগজপত্র না থাকা, অবৈধ পথে বাংলাদেশে অর্থ পাচার এবং ভুয়া আধার কার্ড (ভারতের জাতীয় পরিচয়পত্র) প্রস্তুতকারী চক্রের সঙ্গে সংশ্লিষ্টতারও অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
মুম্বাই পুলিশের এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানান, গ্রেপ্তার ওই দু’জনকে জিজ্ঞাসাবাদের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার সেউরি এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অবৈধ পথে বাংলাদেশে অর্থ পাচার এবং ভুয়া আধার কার্ড (ভারতের জাতীয় পরিচয়পত্র) প্রস্তুতকারী চক্রের সঙ্গে সংশ্লিষ্টতারও অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওই এলাকার একাধিক ভবন থেকে গ্রেপ্তার করা হয় আরও ৭ জনকে।